নিজস্ব প্রতিবেদক:
নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় মিনি ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ হলে প্রায় ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গত রাত ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে লাইনের ওপর আটকে পড়া ট্রাকের সংঘর্ষ হয়।
স্টেশন ম্যানেজার অশোক কুমার চক্রবর্তী জানান, ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর তেবাড়িয়া রেলগেট অতিক্রম করার পূর্বেই একটি মিনি ট্রাক রেল ক্রসিংয়ে লাইন এর ভিতরে ঢুকে পড়ে এ সময় ট্রেনটি আসতে দেখে ট্রাকের ভেতরে চালক এবং সরকারি সেখান থেকে পালিয়ে যায় পরে ট্রেনটি সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ৫০০ গজ পর্যন্ত টেনে নিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দুরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলার পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রাকের সঙ্গে ধাক্কায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত- ৪ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …