সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দিঘাপতিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক রাজু নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছে। আজ সোমবার সকাল দশটার দিকে দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুর রাজ্জাক উপজেলার শিবদুর গ্রামের মোহাম্মদ নাজির আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনালী ব্যাংক কর্মকর্তা ও আব্দুর রাজ্জাক বনপাড়া সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। সোমবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় ওয়াই মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …