নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ কলিম উদ্দিন ও তার সহযোগী কয়েকজন শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতি এবং ক্লাস ফাঁকি দিয়ে অনুমোদনহীন কোর্স ও কোচিং পরিচালনার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে শিক্ষা প্রতিষ্টানের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন প্রতিষ্টানটির শিক্ষার্থী সাকিল মিয়া,বিজয় হোসেন,হাবিব আহসান,আজিজুল ইসলাম,সরল হোসন,নিলয় হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে কলিম উদ্দিন যোগদান করার পর থেকে তার প্রতিষ্ঠানের দুই শিক্ষক ফেরদৌস নেওয়াজ ও সামায়ন হোসেনের যোগসাজশে নানা অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পড়েন।
অনুমোদনহীন কোর্স ও কোচিং পরিচালনা, নিয়মিত ক্লাস না করানো , টিচিং স্টাফ না হওয়া সত্বেও লাইব্রেরীয়ানকে ক্লাশের দায়িত্ব প্রদান, অভ্যন্তরীন ও বোর্ড পরীক্ষার ডিউটি প্রদান, একুশে ফেব্রুয়ারি সহ জাতীয় দিবস এবং মুজিববর্ষ পালন না করাসহ নানা অভিযোগ তুলে ধরেন। এছাড়াও কোন প্রকার নোটিশ না দিয়েই সোমবার (৯ মার্চ) হঠাৎ করে প্রতিষ্ঠানে দোল পূর্ণিমার ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীরা ক্লাশ করতে এসে প্রতিষ্ঠানটি বন্ধ পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে।
অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বে কর্তব্যে অবহেলার কারণে শিক্ষা প্রতিষ্ঠানটার শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।উলেখ্য, নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অনিয়ম দুর্নীতি নিয়ে গত প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ এবং যমুনা টেলিভিশন। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তদন্তে নানা অনিয়মের সত্যতা মেলে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …