সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

নাটোরে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোর জেলার নিম্নআয়ের পরিবারের নিকট টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে এই পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। নিম্ন আয়ের প্রত্যেক পরিবারের মাঝে দুই কেজি মসুরের ডাউল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনিসহ ৪০৫ টাকার প্যাকেজে সরবরাহ করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাটোর জেলায় ৯১ হাজার ২০০ পরিবার এই পণ্য ক্রয় করতে পারবেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …