সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা হত্যা দিবস পালন

নাটোরে জেলা হত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নাটোরে পালন করা হচ্ছে জেল হত্যা দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ- সভাপতি ও  জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

অপরদিকে নাটোরের নিচাবাজারে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নাটোর জেলা আওয়ামী লীগের আরেক অংশ জেল হত্যা দিবস উপলক্ষে কর্মসূচি পালন করে। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রত্না আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নাটোর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন।

বক্তারা জেল হত্যার সাথে জড়িত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার জোর দাবী জানান। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …