বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মানববন্ধন

নাটোরে জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
বকেয়া বেতন পরিশোধ সহ নিয়োগ বিধিমালা অনুযায়ী ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ এবং পদোন্নতি প্রদানের দাবীতে নাটোরে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। আজ সকালে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ভূমি সহকারি কর্মকর্ত ইসকেন্দার আলী, মহিলা সম্পাদিকা মন্জু রাণীসহ ইউনিয়নের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …