রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চের আনুষ্ঠানিকতা পালন

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চের আনুষ্ঠানিকতা পালন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চের আনুষ্ঠানিকতা পালন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে সকল জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।  এরপর সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে, বঙ্গবন্ধু এবং সকল শহীদদের জন্য দোয়া পাঠ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সদর উপজেলার ইউএনও জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান সহ প্রমুখ।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …