নিজস্ব প্রতিবেদকঃ
মুজিববর্ষ উপলক্ষে নাটোরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প’কর্মসুচির আওতায় দোকান ঘর ও মালামাল, ছাগল এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।
এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আব্দুল্লা আল সকিব বাকি, মহিলা ভাইস-চেয়ারম্যান শেখ কামরুন নাহার কাজলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
কর্মসুচির আওতায় বাছাইকৃত ১০ জনকে ১০ টি দোকান ও মালামাল, ৫৬ জনের প্রত্যেককে ১ টি করে ছাগল এবং প্রত্যেককে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক শাহরিয়াজ ভিক্ষাবৃত্তি ছেড়ে প্রাপ্ত দোকান ও মালামাল খাটিয়ে এবং ছাগল পালন করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করার জন্য উপস্থিত সুবিধাভোগিদের আহবান জানান।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির উদ্বোধন
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …