শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকল দপ্তর থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্প মাল্য অর্পণ এর পর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

পরে সেখান থেকে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …