নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের মতো নাটোরেও পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ সরকারী কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, দেশকে মেধা শূণ্য করতেই পাকহানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেসব বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে সেই প্রেরণা গ্রহণ করে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …