নিজস্ব প্রতিবেদক:
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রনালয় গঠনসহ ১৬ দফা দাবিতে নাটোরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে জাতীয় আদিবাসি পরিষদ জেলা শাখার ব্যানারে শত শত আদিবাসী নারী-পুরুষ হাতে তীর ধনুক নিয়ে শহরের প্রেসক্লাব চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর কোট চত্বর ঘুরে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন দাবী দাওয়া আদায়ে বিক্ষোভ প্রদর্শণ করে।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস মুন্ডা, সংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, যুগ্ম সম্পাদক যদু কুমার দাস সহ জেলা ও উপজেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ।
পরে তারা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) আশরাফুল ইসলামের হাতে প্রধানমন্ত্রী বরাবরে তাদের ১৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …