সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাটোরে জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও পুনাকের সভানেত্রী সুমনা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুনাকের নেত্রীবৃন্দ।

উল্লেখ্য জেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য নাটোর জেলার সাতটি থানায় এক হাজার কম্বল পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দেশের প্রত্যেকটি দুর্যোগ মুহূর্তে পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তারই অংশ হিসেবে এখন শীতার্তদের মাঝে কম্বল বিতরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …