সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে জেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী সামগ্রী বিতরণ

নাটোরে জেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে নাটোরে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৬ অক্টোবর রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে এই নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। এ সকল সামগ্রী বিতরণ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলায় সাতটি উপজেলার কেন্দ্রগুলোতে এই সামগ্রী ভোট গ্রহণ কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের হাতে তুলে দেন তিনি।

উল্লেখ্য সাতটি উপজেলা আটটি পৌরসভার মিলে ৬৭ টি প্রতিষ্ঠানের পুরুষ ৬১৪ জন, নারী১৯২ জন সর্বমোট ৮০৬ জন ভোটার আগামী কাল সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কক্ষের সংখ্যা ১৪ টি। এই ভোটে চেয়ারম্যান পদে দুইজন সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …