রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা আ’লীগ এবং রেড ক্রিসেন্টের মাস্ক ও লিফলেট বিতিরণ ও জীবাণুনাশক স্প্রে

নাটোরে জেলা আ’লীগ এবং রেড ক্রিসেন্টের মাস্ক ও লিফলেট বিতিরণ ও জীবাণুনাশক স্প্রে

নাটোর প্রতিনিধিঃ

নাটোরে নাটোরে জেলা আওয়ামী লীগ এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া নাটোর আধুনিক সদর হাসপাতালে জীবাণুনাশক ঔষধ স্প্রে করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা ইউনিট। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগ শহরের বিভিন্ন স্থানে মাস্ক ও লিফলেট বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলু সহ নেতৃবৃন্দ।

অপরদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা ইউনিটের পক্ষ থেকে ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের নেতৃত্বে শহরের নীচাবাজার,কানাইখালি হয়ে শহরের স্বাধীনতা চত্বর (মাদ্রাসামোড়) এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করে। পরে তারা নাটোর আধুনিক সদর হাসপাতালে জীবাণুনাশক ঔষধ স্প্রে করে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …