সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে লিফলেট এবং মাস্ক বিতরণ করলো জেলা আ’লীগ

নাটোরে লিফলেট এবং মাস্ক বিতরণ করলো জেলা আ’লীগ

নিজস্ব প্রতিবেদক,নাটোরঃ

নাটোরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে এই মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম প্রমূখ।

এ সময় তারা জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং সকলকে সচেতন হতে বলেন। তারা আরো জানান আমাদের ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছি বাইরে বেরিয়ে যুদ্ধ করে। কিন্তু এবারে করোনা ভাইরাস সংক্রমণ যুদ্ধে আমাদের ঘরে অবস্থান করতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে কেউ যেন কোন নিত্যপণ্য অবৈধ মজুদ বেশি দামে বিক্রি করতে না পারে সেদিকে সচেতন হতে হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …