শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে জুবায়ের পন্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরে জুবায়ের পন্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,, নাটোরে জুবায়ের পন্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর নাটোর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থি ও জুবায়ের পন্থী দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন নিহত সহ বহু মুসল্লী আহত হন। এরই প্রতিবাদে আজ এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেন নাটোর জেলা মুবাল্লীগে দ্বীন ও সর্বস্তরের ওলামায়ে কেরাম। সমাবেশে বক্তারা সন্ত্রাসী, খুনি, ওয়াসিফ গংদের ফাঁসি ও তাদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রকিব, মাওলানা হাফিজুর রহমান, কারী মকবুল প্রমুখ। বক্তারা আরো বলেন যদি এই সন্ত্রাসীদের সংগঠনকে নিষিদ্ধ না করা হয় এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …