রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জুনাইদ আহম্মেদ পলককে প্রতিমন্ত্রী করায় আনন্দ শোভাযাত্রা

নাটোরে জুনাইদ আহম্মেদ পলককে প্রতিমন্ত্রী করায় আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

জুনাইদ আহমেদ পলক এমপি কে ৩য় বারের মত ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নাটোরের সিংড়ায় আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধার পর গনভবনে প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার পরই নাটোর ৩ সিংড়া আসনে সাধারন জনগন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দলের নেতা কর্মিরা শোভাযাত্রা দোয়া মাহফিল ও মিষ্টি বিতরন করে।

সিংড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দোয়া করার পর নেতা কর্মি ও সাধারন জনগনের মাঝে মিষ্টি বিতরন করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এর আগে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট জুনাইদ আহমেদ পলক টানা চতুর্থবারের মতো আওয়ামীলীগ এর নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …