সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জামায়াতের মিছিল শেষে আট নেতাকর্মী আটক

নাটোরে জামায়াতের মিছিল শেষে আট নেতাকর্মী আটক

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শনিবার সকালে শহরের চকরামপুর এলাকায় মিছিল শেষে ফেরার পথে হেলিপ্যাড মাঠের সামনে থেকে আট নেতাকর্মীকে আটক করেছে নাটোর থানা পুলিশ। এর আগে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নাটোর জেলা আমীর ড. অধ্যাপক মীর নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক সাদেকুর রহমান।

আটককৃতরা হলেন, নলডাঙ্গা থানার সোনাপাতিল গ্রামের মৃত শফির উদ্দীনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে মোঃ মামুনুর রশিদ মোল্লা (৫০), বাঁশিলা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মাওলানা আবু নওশাদ (৪০), মোঃ আরিফুল ইসলামের ছেলে মোঃ ফজলুল হক নান্নু (৩৫), মোঃ জেকের আলীর ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩৫), মৃত কলিমুদ্দিনের ছেলে মোঃ নাসির উদ্দিন (৫২), মৃত আক্কাস আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (৩৭) ও বেলাল হোসেন (৩৫)।

নাটোর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন জামায়াত নেতাকর্মীরা সংঘবন্ধ হয়ে কোন নাশকতা করতে পারে এই আশংকায় তাদের আটক করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …