নিজস্ব প্রতিবেদক:
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুঘর্টনা রোধ করি’ এই শ্লোগান নিয়ে নাটোরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন এবং বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক রাশেদুজ্জামান, নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নিরাপদ সড়কের জন্য রাস্তা সংস্কার করা, বিআরটিএর লাইসেন্স পেতে সহজিকরণের পাশাপাশি চালক এবং সাধারণ মানুষের সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …