শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
‘পড়ব বই গড়ব দেশ -বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন ও জেলা সরকারী গণ গ্রন্থাগারের আয়োজনে বেলা ১০ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী গণ গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলকসহ অন্যান্যরা। এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্যে বলেন, বই পড়ে মানুষ প্রকৃত জ্ঞান লাভ করে। নিজেকে আলোকিত হিসেবে গড়ে তুলতে বই একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। তাই প্রতিটি মানুষেরই বই পড়া প্রয়োজন। প্রকৃত মানুষ হতে বই পড়ার কোন বিকল্প নেই।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …