রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে শহরের মুসলিম হল ইন্সটিটিউট মিলনায়তনে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

আলোচনা সভাশেষে প্রদীপ লাকড়াকে সভাপতি ও সাংবাদিক কালিদাস রায়কে সাধারণ সম্পাদক এবং রঘুনাথ এক্কাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। সংগঠনটির জেলা যুগ্ম আহ্বায়ক প্রদীপ লাকড়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশের ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল করিম, জাতীয় কুষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হাদী প্রমূখ।

আরও দেখুন

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদারকে হত্যা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,, নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস(৬০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। …