নিজস্ব প্রতিবেদক:
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ১ নভেম্বর মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সামনের সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৮ জন যুব উদ্দোক্তাকে মোট পাঁচ লক্ষ ষাট হাজার টাকার যুব ঋণের চেক এবং মৎস্য চাষ, গাভী পালন, মুরগী পালন ও পোষাক তৈরী ট্রেডে মোট ২৪ জনকে সনদ পত্র বিতরণ করা হয়। আনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব উন্নয়ন আধিদপ্তর নাটোরের উপ পরিচালক কে এম আঃ মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারোয়ার এবং জেলা প্রশাসক শামিম আহাম্মেদ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …