নিজস্ব প্রতিবেদক: নাটোর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টার দিকে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। করোনা প্রভাবে ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে স্বাস্ব্যবিধি মেনে পৌরসভার বিভিন্নস্থানে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু করা হয় বলে জানান সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান।
উল্লেখ্য ৪ অক্টোবর হতে ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত ০-৬ মাস পর্যন্ত লাল রঙের এবং ৭ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সবুজ রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় মেয়র জানান,আপনার শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল অবশ্যই খাওয়াবেন।