বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জাতীয় পার্টির দুটি গ্রুপের সংঘর্ষে আহত ১

নাটোরে জাতীয় পার্টির দুটি গ্রুপের সংঘর্ষে আহত ১

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয় পার্টির দুটি গ্রুপের সংঘর্ষে মুন্নি নামে এক নেতা আহত হয়েছে। আজ ১৯ আগস্ট শনিবার বিকেল তিনটার দিকে শহরের কানািখালি মাঠের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ ১৯ আগস্ট শনিবার বিকেল তিনটার দিকে নাটোর জেলা জাতীয় পার্টির নতুন কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিত নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করছিল। এসময় নতুন কমিটির নেতাকর্মী এসে মানববন্ধনে অবস্থানরত নেতা কর্মীদের সাথে বাক্য বিতন্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় পদ বঞ্চিত মুন্নি (৪৫) নামের এক নেতার মাথায় আঘাত লাগে । তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাবার পূর্বেই নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ থানায় অভিযোগ করলে পুলিশ আইলানো ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য চলতি বছরের ১০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু এর উপস্থিতিতে নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐদিন আলাউদ্দিন মৃধাকে সভাপতি ও রকিব উদ্দিন কমলকে সাধারণ সম্পাদক করে ১০২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …