সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

নাটোরে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুরু । আজ মঙ্গলবার সকাল ১০টায় নাটোর জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ফুলবাগান কার্যলয়ে কুষ্টিয়া খাতের আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উদ্ধার দেশ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম কে প্রধান নির্বাচন কমিশন গঠন করে আজ ১০টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।

নাটোর সহ ২৭টি জেলা প্রতিবন্ধী সংগঠনের ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে । ১৫ সদস্য বিশিষ্ট কার্য়নির্বাহী কমিটির ৪টি পদে ভোট গ্রহণ হয়েছে বাকি ১১টি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। এই ৪টি পদের মধ্যে সভাপতি ,সাধারণ সম্পাদক , অর্থ সম্পাদক ও সাংগঠনিক পদের নির্বাচন হচ্ছে। সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তারা হলেন ফরিদপুর জেলার শুশান্ত দাস, কুষ্টিয়া জেলার জাকির হোসেন(চেয়ার) প্রতীক ও আকতার হোসেন (ছাতা) প্রতীক এবং সাধারণ সম্পাদক পদে ২ জন এরা হলেন নাটোর জেলার জাহাঙ্গীর হোসেন (ঘড়ি) প্রতীক ও আশরাফুল বিশ্বাস (মই) প্রতীক নিয়ে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …