রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নাটোরে জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার তানভির বুলবুল খান, নব নির্বাচিত কমিটির সভাপতি সুশান্ত কুমার দাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সকল নেতৃবৃন্দ।

উল্লেখ্য নাটোরে ৬ষ্ঠ জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নাটোরসহ ২৭টি জেলার প্রতিবন্ধী সংগঠনের মোট ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫ সদস্য বিশিষ্ট কার্য়নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অর্থ ও কর্মসংস্থান স¤পাদক এই চারটি পদে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন শেষে ভোট গণনা করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে ৩১ ভোট পেয়ে সুশান্ত কুমার দাস, সাধারণ সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে জেনারেল জোয়ার্দার এবং অর্থ ও কর্মসংস্থান সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে আমিনুল হক তুনু নির্বাচিত হয়েছেন।

বাকি ১১টি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, মনিরা খাতুন (সহ-সভাপতি), রাসেল রানা (প্রচার সম্পাদক), রোকেয়া বেগম (মহিলা বিষয়ক সম্পাদিকা), আব্দুল হালিম (ক্রীড়া সম্পাদক), শামসুল আলম (সাংস্কৃতিক সম্পাদক), আশরাফুল ইসলাম (শিক্ষা ও তথ্য সম্পাদক), মোছাম্মত আকলিমা (স্বাস্থ্য সম্পাদক), নাজমুল হোসাইন (আইন ও বিচার সম্পাদক), সেলিনা পারভিন (শিশু সম্পাদক), হাফিজুর রহমান (নির্বাহী সদস্য) এবং সুমন হোসেন (নির্বাহী সদস্য)।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …