নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। আজ ২৯ এপ্রিল শুক্রবার সকাল দশটার দিকে শহরের হরিশপুর বাইপাস এলাকার শিববাড়ি এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার তুলে দেন জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পাল এফসিএ। নাটোর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার মৈত্র এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার, মহা ব্যবস্থাপক অডিট অ্যান্ড ইনস্পেকশন আব্দুর রাজ্জাক, জনতা ব্যাংক রাজশাহী এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জোয়ারদার।
৫ কেজি মিনিকেট চাল, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, পোলাওয়ের চাল ১ কেজি, ছোলা ১ কেজি, গুঁড়ো দুধ দুইশ গ্রাম, সোয়াবিন তেল ২ লিটার, এক প্যাকেট সেমাই, মসুর ডাল ১ কেজিসহ মোট নয়টি উপাদান দিয়ে এই প্যাকেট তৈরি করা হয়। বিভিন্ন এলাকার মোট ৪শ জনের মাঝে এই ঈদ উপহার তুলে দেয়া হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …