সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে জনতার বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক  

নাটোরে জনতার বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক  

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে ১৮ জন তরুণের উদ্যোগে বাজারদরের চেয়ে কম মুল্যে ও স্বল্প পরিমানে মানসম্মত গরুর মাংস ও সবজি বিক্রির কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন।  শুক্রবার সকালে শহরের মাদ্রাসা মোড়ে এই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের কর্মকর্তারাও উপস্থিতি ছিলেন।  জেলা প্রশাসক আসমা শাহীন জানান, সপ্তাহে দুইদিন মঙ্গলবার ও শুক্রবার তরুণদের উদ্যোগে জনতার বাজার কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। জেলা জুড়ে ৬৮০ টাকা থেকে ৭শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হলেও জনতার বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৩০ কেজি দরে। শুধু দামই কম না নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় ১০০ গ্রাম মাংসও বিক্রি হচ্ছে এই বাজারে। দ্রব্য মূল্যের উর্দ্ধগতির বাজারে মাংশের সাথে সাথে কমমুল্যে সবজিও বিক্রি করছেন এই স্বপ্নবাজ তরুণরা। সরাসরি ভোক্তা পর্যায় থেকে পন্য কিনে স্বল্প মুল্যে বিক্রি করার বিষয়টি জেলা প্রশাসক ইতিবাচক ভাবে নিয়ে সার্বিক সহযোগিতা করছে। জনতার বাজারের কার্যক্রম বৃদ্ধি করতে জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেবার কথাও জানান তিনি। সটঃ- আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …