নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোর সদরের গাজীরবিল এলাকায় সড়কে বিটিভির কর্মচারী সাদেক আলীর পথ আগলে তিনটি মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। আজ ১৭ জানুয়ারি শুক্রবার রাত আটটার দিকে সদরের গাজীর বিল এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার স্বীকার সাদেক আলী গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ছিনতাই এর শিকার সাদেক আলী জানান, আজ ১৭ জানুয়ারি শুক্রবার রাত্রি পৌনে আটটার দিকে তিনি তার স্ত্রী এবং অপর একজন সহযোগী সহ মোটরসাইকেল যোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর এলাকায় যাচ্ছিলেন। পথে রাত পৌনে আটটার দিকে নাটোর সদরের গাজীর বিল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত স্ত্রী সেলিনা বেগমের হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। ভ্যানিটি ব্যাগে দুটি স্মার্ট ফোন এবং একটি বাটন ফোন সহ কিছু নগদ টাকা ছিল। পরে ছিনতাইকারীর পিছু ধাওয়া করলেও তিনি ধরতে পারেননি।পরে তিনি নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, তিনি এজাহার পেয়েছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
