বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ছাত্র-জনতার নেসকো অফিস ঘেরাও

নাটোরে ছাত্র-জনতার নেসকো অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল মিটার বাতিলসহ ৭ দফা দাবিতে নাটোরে বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করেছে ছাত্র-জনতা। পরে সেনাবাহিনীর আশ্বাসে ছাত্র-জনতা ঘটনাস্থল ছেড়ে যায়। মঙ্গলবার(২০ আগষ্ট) সকাল ১০টার দিকে শহরের আলাইপুর এলাকায় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে ছাত্র-জনতার এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রায় এক ঘন্টাব্যাপী চলে এ কর্মসূচি। এর আগে সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে শহরের আলাইপুর এলাকার বিদ্যুৎ বিতরণী সংস্থার প্রকৌশলীর দপ্তরের সামনে। এসময় নিবাহী প্রকৌশলী দপ্তরের প্রধান ফটক ঘেরাও করে রাখে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। এক গ্রাহক বলেন, আমরা এ ডিজিটাল মিটার চাই না। এ মিটারের মাধ্যমে মানুষকে নিঃস্ব বানানো হচ্ছে। ৫০০ টাকা মিটারে তুললে সাথে সাথে ১৫০ টাকা কেটে নেয়। সেজন্য আমরা এ মিটার বাতিল চাই এবং পূর্বের মিটার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। তারা বলেন, আমরা মিটারে টাকা তুলতেই নাই হয়ে যায়। প্রতি মাসে দেড় থেকে ২ হাজার টাকা তুললেও মাস যেতে চায় না। আমাদের পরিবার টাকা তুলতে তুলতে অতিষ্ঠ হয়ে যায়। তারা আরো বলেন, এই মিটার বাতিল চাই। সেনাবাহিনীর আশ্বাসে আমরা কর্মসূচি বন্ধ করেছি। এক সপ্তাহ সময় নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর উর্বধতন কর্মকর্তা সাদাদ বলেন, আপনাদের সকল দাবী মেনে নেওয়া হবে। আপনারা ৭ দিন সময় দিন। আমরা আপনাদের সকল দাবী ৭ দিনের মধ্য পূরণ করবো। আপনারা শান্ত হয়ে বাড়ি চলে যান। আমরা আপনাদের পাশে রয়েছি। উল্লেখ্য এর আগে প্রিপেইড মিটার স্থাপনের পর থেকেই নানা অনিয়ম অভিযোগ হয়রানি বিষয়ে গ্রাহকরা নেসকো অফিসে প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি। বরং জটিলতা বেড়েছে কয়েকগুণ

আরও দেখুন

বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসন, প্রতিরোধের আহ্বান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানান অপকর্ম, আওয়ামী লীগ, ছাত্রলীগকে পূর্নবাসন …