রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে ছয় লক্ষ টাকার অবৈধ চায়না দোয়ারী জাল ধ্বংস

নাটোরে ছয় লক্ষ টাকার অবৈধ চায়না দোয়ারী জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা……নাটোরের হালতি বিল এলাকা থেকে জব্দকৃত ছয় লক্ষ টাকা মূল্যমানের অবৈধ চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব জাল ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেওয়ান আকরামুল হক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার দিন= উপজেলা মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে নের্তৃত্বে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অভিযানে হালতি বিল অধ্যুষিত খাজুরা খেয়াঘাট থেকে ৯৭টি, ইয়ারপুর খাল থেকে ২৬টি এবং মাধনগরের বানিয়াপুকুর থেকে ২০টি অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ১৪৩টি অবৈধ জালের দৈর্ঘ্য প্রায় তিন হাজার মিটার। বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, মৎস্য ভান্ডার খ্যাত হালতি বিলে মৎস্য সম্পদের মৎস্য সুরক্ষা প্রদানে অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …