সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নাটোরে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে স্থানীয় কানাইখালি মাঠে এই বইমেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উদ্বোধনের পরে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
পরে মেলায় স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় এবার পঞ্চাশটি স্টল দেয়া হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও প্রতিদিন মেলায় স্থাপিত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …