শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে চোলাই মদসহ চার আদিবাসী আটক

নাটোরে চোলাই মদসহ চার আদিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চোলাই মদসহ চার আদিবাসীকে আটক করেছে র‌্যাব। আজ ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন এর খামার বাড়ি এলাকা থেকে চোলাই মদসহ ওই চারজনকে আটক করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, র‌্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ১৩ নভেম্বর বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন খোলাবাড়িয়া খামারপাড়া এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানীউপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২৮৫০ লিটার চোলাই মদসহ মৃত কালীচরণ পাহানের ছেলে সুখচাঁনা পাহান (৬০), এবং গুলচাঁন পাহান (৪০), ধীরেন্দ্র পাহানের ছেলে পরিমল পাহান (৩৫), শ্রী গোঁসাই পাহানের ছেলে নির্মল পাহান (২৫) কে গ্রেফতার করে।

পরবর্তীতে জব্দকৃত চোলাইমদ হতে ২৫০ মিঃলিঃ করে আট প্লাস্টিকের বোতলে মোট ২ (দুই) লিটার চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়। অবশিষ্ট ২৬৫০ লিটার চোলাই মদ পচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …