নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে চোলাই মদসহ চার জনকে আটক করেছে র্যাব। আজ ৭ জানুয়ারি শুক্রবার উপজেলার বৃ-পাথুরিয়া এলাকা থেকে ৪হাজার ৫ শ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশনাল দল ৭ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়করার অপরাধে চারহাজার পাঁচশত লিটার চোলাই মদসহ মৃত রমেশের ছেলে খগেন শীল (৬৫),মৃত-নরেনের ছেলে সাদ্দাম(২৭) ও সীমান্ত (৩৬), মৃত শুকদেবের ছেলে অমূল্য (৫০)কে আটক করে।
পরবর্তীতে উল্লিখিত জব্দকৃত চোলাইমদ হতে ২৫০ (দুইশতপঁঞ্চাশ) মিঃলিঃ করে ১৩টি প্লাস্টিকের বোতলে মোট ৩ (তিন) লিটারচোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়। আবশিষ্ট ৪২০০ (চার হাজার দুইশত) লিটার চোলাইমদপঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …