সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে চোলাই মদসহ আটক- ২

নাটোরে চোলাই মদসহ আটক- ২


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে নাটোর সদর উপজেলার তেলকুপী পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে র‌্যাব। আটকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার তেলকুপি পাঁচানী পাড়া এলাকার শ্রী লাল চাঁন পাহান এর ছেলে শ্রী শ্যামল পাহান (৪০) ও একই এলাকার শ্রী বাসু পাহান এর ছেলে শ্রী প্রসেনজিৎ পাহান (২৫)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প হতে প্ররিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (৯ অক্টোবর) শনিবার সকাল সারে আটটার দিকে নাটোর জেলার সদর উপজেলার তেলকুপী পাঁচানীপাড়া এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে সংরক্ষিত তিন হাজার সাতশত লিটার চোলাই মদ জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, পরে জব্দকৃত চোলাইমদ হতে ২৫০ (দুইশত পঁঞ্চাশ) মিঃলিঃ করে দশ প্লাস্টিকের বোতলে মোট ২.৫ (দুই দশমিক পাঁচ) লিটার চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়। আবশিষ্ট ৩৬৯৭.৫ (তিন হাজার ছয়শত সাতানব্বই দশমিক পাঁচ) লিটার চোলাইমদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।

এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …