নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চোরাই মোটরসাইকেল সহ সোহেল রানা (৩০) ও সবুজ প্রামাণিক (২২) নামের দুই সন্দেহভাজন চোরকে আটক করেছে র্যাব। গতকাল ২৭ আগস্ট শনিবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়। র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানান।
তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২৭ আগস্ট শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার গোয়ালদীঘি কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬০ সিসি বাজাজ পালসার মোটরসাইকেলসহ গোয়ালদীঘি কৃষ্ণপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহেল রানা এবং সাইফুল ইসলামের ছেলে সবুজ প্রামাণিককে আটক করা হয়।
আরো জানানো হয় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল ও সবুজ র্যাবকে জানায় তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন জেলা হতে মোটর সাইকেল চুরি করে মোটর সাইকেলের আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …