রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে চোরাই মালামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ

নাটোরে চোরাই মালামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরে চোরাই মালামালসহ সবুজ এবং খোরশেদ নামে দুই ছিঁচকে চোরকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল দশটার দিকে চোরাই মালামালসহ এই দুই চোরকে কান্দিভিটা থেকে আটক করে পুলিশ। সবুজ বলাড়িপাড়া এলাকার আজিজের ছেলে এবং খোরশেদ উত্তর পটুয়াপাড়া মোকসেদ আলীর ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সবুজ এবং খোরশেদ বেশ কিছুদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় দিনের বেলায় চুরি করে আসছিল। বুধবার সকালে কান্দিভিটা চুরি করতে গিয়ে সবুজ এবং খোরশেদ মালামালসহ এলাকাবাসীর কাছে ধরা পড়ে। এই খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে। পরে তাদের নিয়ে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ টি এলইডি টিভি, তিনটি সাবমারসিবল পাম্প সহ বিভিন্ন মালামাল জব্দ করে। তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, তারা দুজনই মাদকাসক্ত। চুরি করে সেই সকল মালামাল বিক্রি করে মাদক গ্রহণই তাদের নেশা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …