সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে চুল গজানোর কথিত ওষুধ তৈরির দায়ে জরিমানা

নাটোরে চুল গজানোর কথিত ওষুধ তৈরির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
অনুমোদন না নিয়ে চুল গজানোর কথিত ওষুধ তৈরির দায়ে নাটোর শহরের উলুপুর আমহাটির ‘নির্ভর হেয়ার টনিক’ কারখানার মালিক নুরুজ্জোহা খোকনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এই জরিমানা করা হয়। একই সঙ্গে ওই কারখানা সিলগালা করা হয়েছে।

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসক ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই কারখানা থেকে চুল গজানোর বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ (হেয়ার টনিক), ওষুধ তৈরির উপকরণ ও সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় আটক করা হয় কারখানার মালিক নুরুজ্জোহা খোকনকে। তিনি ওষুধ তৈরি ও কারখানা পরিচালনার জন্য বিএসটিআইয়ের নিবন্ধন দেখাতে পারেননি। তাঁকে ওই দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা ও সব মাল জব্দ করা হয়। অবশ্য তাৎক্ষণিক অর্থদণ্ড পরিশোধ করায় মালিককে ছেড়ে দেওয়া হয়।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা রাজেশ কুমার সাহা বলেন, যেসব উপকরণ ব্যবহার করে কারখানাটিতে চুল গজানোর কথিত ওষুধ উৎপাদন করা হচ্ছিল, তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ব্যবহারে এতে মানুষের শরীরের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …