নিজস্ব প্রতিবেদক: নাটোরে চুরি যাওয়া স্বর্ণের গহনা সহ মিন্টু প্রাং ওরফে কালু(৫০) চোরাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৯ জুলাই মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের উত্তর চৌকিরপাড় মহল্লার কাঁঠালবাড়িয়া ডোমপাড়া মাঠ সংলগ্ন তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কালু একই এলাকার শমসের প্রাং এর ছেলে। নাটোর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে দিয়ারভিটা এলাকার নিচা বাজার বড় জামে মসজিদের ইমাম আবু মূসা দুপুর বেলায় বাড়িতে তালা দিয়ে মসজিদে নামাজ পড়তে যান। এসময় বাড়িতে কেউ না থাকার সুবাদে চোরেরা তার বাড়িতে ঢুকে তালা ভেঙে ওয়ারড্রব থেকে সোনার গহনা চুরি করে। পরে আবু মুসা বাড়ি এসে বাড়ির তালা ভাঙ্গা এবং ওয়ারড্রব ভাঙ্গা দেখে জানতে পারেন ওয়ারড্রবে রাখা তার স্ত্রীর সোনার গহনা চুরি হয়ে গেছে। পরে এ বিষয়ে তিনি থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ এই ঘটনায় তদন্ত করে বিভিন্ন প্রযুক্তির সহায়তা নিয়ে চোরের অবস্থান শনাক্ত করেন। পরে পুলিশ মিন্টু ওরফে কালু চোরার কাছ থেকে সোনার গহনা উদ্ধারপূর্বক তাকে গ্রেপ্তার করেন। সে ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …