নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের মল্লিক হাটি এলাকায় চুরির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শাওন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে।
আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শহরের মল্লিকহাটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাওন একই এলাকার মোঃ দেলুর ছেলে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, আজ সকাল নয়টার দিকে টাকা ভাগাভাগি নিয়ে মল্লিকহাটি এলাকায় শাওন ও আলিফ নামের দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে আলিফ ধারালো অস্ত্র দিয়ে শাওনকে উরুর উপর কোপ দেয়। এতে শাওন গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত আলিফকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …