শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে চিনি ও খাদ্য শিল্প সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনশন সফল করার দাবিতে আলোচনা সভা

নাটোরে চিনি ও খাদ্য শিল্প সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনশন সফল করার দাবিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বকেয়া গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা শতভাগ পরিশোধের দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় সদর দপ্তরে অনশন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৭ সেপ্টেম্বর রোববার দুপুরে নাটোর সুগার মিলস কর্মচারী ইউনিয়নের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তর এর সদস্য সচিব(অবসরপ্রাপ্ত) আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলস শ্রমিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে সভায় আগামী ২৪ সেপ্টেম্বর কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …