শুক্রবার , মার্চ ২১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

নাটোরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নাটোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত কয়েদি আব্দুল খালেক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জেল সুপার আব্দুল বারেক জানান মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি আব্দুল খালেককে ৩০ জুন কারাগারে নিয়ে আসা হয়। কারাগারে নিয়ে আসার পর ১ জুলাই তার শ্বাস-কষ্টজনিত রোগ দেখা দেয়। এরপর কারাবিধি অনুসারে তার চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে তাকে সকাল সাড়ে নয়টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

এর আগে একটি মাদক মামলায় আব্দুল খালেককে দুই বছরের জেল দেন জেলা ও দায়রা জজ আদালত।

আরও দেখুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় …