সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু

নাটোরে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম(৫০) নামে এক হাজতি মারা গেছে। মঙ্গলবার ভোর চারটে ৫০ মিনিটে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। জহুরুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার চক শ্রীরামপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। 

জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর বাগাতিপাড়া থানার একটি মাদক মামলায় তিনি নাটোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গতকাল সোমবার তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটা পঞ্চাশের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …