সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে চার তলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

নাটোরে চার তলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চার তলার ছাদ থেকে পড়ে রাজু আহমেদ(২৭) নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আজ ২৪ নভেম্বর বুধবার দুপুর একটার দিকে শহরের উপর বাজার ঘোষ বাড়ির সামনে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আজ ২৪ নভেম্বর বুধবার রাজু আহমেদ সকাল থেকেই ওই ভবনের ছাদে কাজ করছিলেন। কাজ করার এক সময়ে দুপুর একটার দিকে অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে হাত পড়লে ছিটকে চারতলা ভবন থেকে নিচে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নির্মাণ শ্রমিক রাজু আহমেদ শহরের কাঁঠাল বাড়ীয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …