রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে চামড়া ব্যবসায়ীদের সাথে পুলিশ ও জেলা প্রশাসনের মতবিনিময়

নাটোরে চামড়া ব্যবসায়ীদের সাথে পুলিশ ও জেলা প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
চামড়া ব্যবসায়ী গ্রুপের সাথে পুলিশ এবং জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে শহরের চক বৈদ্যনাথ এলাকার চামড়া ব্যবসায়ী গ্রুপের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নাটোর চামড়ার আড়ত পরিদর্শন, চামড়া মালিক সমিতির সদস্যদের সাথে চামড়া প্রক্রিয়াজাত, পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার লিটন কুমার সাহা ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …