নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। নাটোর জেলা আ.লীগের আয়োজনে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নাটোর জেলা শাখার বর্ধিত সভায় আব্দুল কুদ্দুস এমপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ নাসিম। শনিবার বেলা ১১টার দিকে এই বর্ধিত সভা শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ সহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় সঞ্চালনা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।
আসন্ন উপজেলা এবং জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল কে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো তুলে ধরে বক্তব্য রাখছেন ।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …