সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে চতুর্থ দিনেও কঠোরভাবে লকডাউন চলছে

নাটোরে চতুর্থ দিনেও কঠোরভাবে লকডাউন চলছে

নিজস্ব প্রতিবেদক:
কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরে বিশেষ লকডাউন দিয়েও থামানো যাচ্ছেনা করোনা সংক্রমনের উর্ধমুখি সংক্রমন। বুধবার থেকে শুরু হওয়া সাতদিনের বিশেষ লকডাউনের আজ চতুর্থ দিন চলছে। অন্য দিনের মত আজকেও ঘোষিত লকডাউনের বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা। লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইলটিমও কাজ করছে।

গত কয়েক দিনে সংক্রমনের হার ৫০ থেকে ৬০ শতাংশে উঠানামা করছে। আজ রাজিব নামে ২ বছরের শিশু করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগের সুষ্টি হয়েছে। তবে ওই শিশুর মা করোনা পজেটিভ হওয়ায় শিশুটি সংক্রমিত হয়েছে বলে ধারনা স্বাস্থ্য বিভাগের। অপরদিকে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ৩১ শয্যার করোনা ওয়ার্ডে বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি রয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …