সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গ্রেনেড উদ্ধার

নাটোরে গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে পরিত্যক্ত অবস্থায় একটি গ্ৰেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজের গ্যারেজের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে শ্রমিকরা কলেজের গ্যারেজের রাস্তা নির্মাণের কাজ করছিল। এ সময় রাস্তা কাজের জন্য খোড়াখুড়ির এক পর্যায়ে শ্রমিকরা মাটির মধ্যে ওই গ্রেনেডটি দেখতে পায়। পরে তারা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানায়। কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ এসে গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ফেলে রেখে যাওয়া।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …