শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে গোপন বৈঠক থেকে ১৭ জামায়াত নেতা আটক

নাটোরে গোপন বৈঠক থেকে ১৭ জামায়াত নেতা আটক


নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্র বিরোধী গোপন বৈঠক করার সময় নাটোরে ১৭ জামায়াত নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযাকালে একটি বাড়ীতে বসে রাষ্ট্র বিরোধী বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ জন নেতা-কর্মিকে আটক করা হয়। পরে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করে।

আটককৃত হলেন, ১। মোঃ ইয়াহিয়া (২০), পিতাঃ মোঃ ছলিম উদ্দিন সাং- তালতলা, বাগাতিপাড়া, নাটোর। পদবী-সভাপতি, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ২। আল আমিন (২১), পিতা-মৃত হাছেন আলী, সাং-বড়বাড়িয়া, নাটোর সদর, নাটোর। পদবী-সদস্য, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ৩। ফারুক হোসেন (৪৫), পিতা-মৃত জয়নাল প্রামাণিক, সাং-সিকিচড়া, কলিগ্রাম, সিংড়া, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ৪। বেলাল হোসেন (১৯), পিতা- দেরাজ প্রামাণিক, সাং-খাগোড়বাড়িয়া, সিংড়া, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ৫। মিজানুর রহমান (২৫), পিতাঃ মোসলেম উদ্দিন, সাং- মাদারিগ্রাম, সিংড়া, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ৬। মোঃ জাহিদুল ইসলাম (২৮), পিতাঃ আবেদ আলী মোল্লা, সাং-কলিগ্রাম, সিংড়া, নাটোর।পদবী- সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ৭। সাব্বির হোসেন (১৯), পিতা- মৃত আনিসুর রহমান, সাং-পুকুরপাড়া, লালপুর, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ৮। মোঃ আশরাফুল ইসলাম (২০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং-প্রাণঘাটা, লালপুর নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ৯। রাসেল আহমেদ (২২), পিতা- মোকছেদ আলী প্রামানিক, সাং- চক নাজিরপুর লালপুর, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১০। আমির হামজা (২১) পিতা- রফিকুল ইসলাম, সাং- চক নাজিরপুর লালপুর, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১১। তোয়বুর রহমান (৩৮), পিতা- হোসেন আলী, সাং- দিগলকান্দি, বড়াইগ্রাম নাটোর।সাং- চক নাজিরপুর লালপুর, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১২। মিজানুর রহমান (২১), পিতা- আব্দুল আজিজ, সাং-খাকসা, বড়াইগ্রাম, নাটোর।পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১৩। মেহেদী হাসান (১৬), পিতা- কোপাত আলী, সাং-শেখপাড়া, বাগাতিপাড়া, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১৪। মোস্তফা আলী (২০), পিতা-আশরাফ আলী, সাং-শেখপাড়া, বাগাতিপাড়া, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১৫। মোঃ রোমমান ইবনে আমিরুল (২২), পিতা- আমিরুল ইসলাম, সাং- বড়হরিশপুর, নাটোর সদর, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১৬। লিটন আলী (২১), পিতা-লতিফ সরকার, সাং-কাঠালবাড়ীয়া, নাটোর সদর, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা। ১৭। মোহসীন আলী (২০), পিতা- রফিকুল ইসলাম, সাং-কাঠালবাড়ীয়া, নাটোর সদর, নাটোর। পদবী-সাথী, বাংলাদেশ ছাত্রশিবির, নাটোর জেলা শাখা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে যুক্ত ও রাষ্ট্রের ক্ষতিসাধন করতে পারে এই অভিযোগে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হবে।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …