নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গৃহবধূ মুক্তি খাতুন (৩০)কে নির্যাতনের ঘটনায় স্বামী আব্দুল হাই (৪৫) ও তার ছোট ভাই রাব্বিকে গ্রেফতার করেছে র্যাব। আজ ২৭ জুলাই ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তাকে তার ভাই সহ আটক করে তারা। আজ ২৭ জুলাই বেলা ১১ টার দিকে র্যাব সিপিসি-২ নাটোর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব-৫ উপ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
র্যাবের উপ-অধিনায়ক জানান, নাটোর সদরের হরিশপুর চেয়ারম্যান পাড়া এলাকার আব্দুল হাই পারিবারিক বিরোধের জের ধরে ২৪ জুলাই দুপুরে তার স্ত্রী মুক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এই ঘটনায় ২৭ জুলাই বক্তি খাতুন এর ভাই বাদী হয়ে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের পর আজ ভোর সাড়ে চারটার দিকে অভিযুক্ত আব্দুল হাই এবং তার ভাই রাব্বি মিয়াকে গ্রেফতার করে তারা।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …